Musk suspends Twitter deal নানা জল্পনার পর জনপ্রিয় খুদে ব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন টেসলা মালিক ইলন মাস্ক। তবে হঠাৎ করেই শুক্রবার টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে চুক্তি স্থগিতের ঘোষণা দেন তিনি। স্পাম আর ভুয়া অ্যাকাউন্টের কারণে এই চুক্তি স্থগিত করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছেন। মাস্ক নিজেই শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, স্প্যাম/জাল অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫% এরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে এমন হিসাব সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে মাস্কের এই ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২০% কমেছে। এ ব্যাপারের টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি মাসের শুরুতে কোম্পানিটি ধারণা করেছিল ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫% এরও কম প্রতিনিধিত্ব করে। তখন কোম্পানিটি আরও জানিয়েছিল মাস্কের সঙ্গে চুক্তিটি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন। যার মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করতে থাকবে কি না সেই ঝুঁকিও ছিল। এর আগে এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন ধনকুবের মাস্কের কাছেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
Read more/////////////////////////////
Shop Online/////////////////////////////
Freelancing Category/////////////////////