West Bengal
Contraceptive
India
West Bengal women are at the forefront of contraceptive use in India গর্ভনিরোধক ব্যবহারের ক্ষেত্রে গোটা ভারতে পশ্চিম বাংলার মেয়েরা সব থেকে এগিয়ে। কেন্দ্রীয় সরকারের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে যে বাংলার নারীদের মধ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়স্কদের মধ্যে ৭৪ শতাংশ নারীই গর্ভনিরোধক ব্যবহার করে থাকেন এর মধ্যে বেশিরভাগ পিল এর ওপর নির্ভরশীল। অল্প সংখ্যায় নারীরা কনডম ব্যবহার করে থাকে। গর্ভনিরোধক ব্যবহারের ক্ষেত্রে সব থেকে এগিয়ে আছে কলকাতা, হাওড়া ও মুর্শিদাবাদের মেয়েরা। এই তিন জায়গায় ৮৫ শতাংশ মেয়ে গর্ভনিরোধক ব্যবহার করে থাকে। পুরুলিয়া জেলায় গর্ভনিরোধক ব্যবহারের প্রবণতা সব থেকে কম- ৫২ শতাংশ। ১৫ থেকে ৪৯ বছরের পুরুষদের ৩৪ শতাংশ মনে করে গর্ভ রোধ করাটা নারীর দায়িত্ব। ৯৫ শতাংশ পুরুষই মনে করে অবৈধ সম্পর্কের জন্যই নারী গর্ভনিরোধক ব্যবহার করে। স্বাস্থ্য সমীক্ষায় জেলাওয়ারি রিপোর্টও দেয়া হয়েছে। গর্ভনিরোধক এর ক্ষেত্রে পিল ও কনডম যেমন অগ্রাধিকার পেয়েছে বিজ্ঞাপন কোনও কোনও জেলার মেয়েরা আবার নিরাপদ সময়ে মিলনের ওপর জোর দিয়েছেন।
Read more//////////////////////
Shop Online////////////////////////////
Freelancing Category///////////////////